সমাবেশে মুফতি রেজাউল করীম
মুফতি রেজাউল করীম বলেন, জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি। এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও প্রতিনিধিত্বের সুযোগ পাবে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
সাংবাদিকদের ইসি আনোয়ারুল
বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে প্রায় ৫২টি আসনে কম-বেশি পরিবর্তন আনা হয়। এবার গাজীপুর একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়েছে। এ সীমানায় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।
চূড়ান্ত গেজেট প্রকাশ ইসির
এই খসড়ার উপরে গত ২৪ থেকে ২৭ আগস্ট ৮৩টি আসনের বিপরীতে ১৮৯৩টি আবেদন দাবি-আপত্তি শুনে ইসি। এই শুনানির পর বৃহস্পতিবার আরও দুটি সীমানা কমিয়ে ৩৭টিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ২৬৭ আসন অপরিবর্তিত রাখা হয়েছে।
৩০০ সংসদীয় আসনের সীমানা বিন্যাসের লক্ষ্যে ইসিতে আসন পুনর্বিন্যাস চেয়ে জমা হচ্ছে অভিযোগের স্তূপ। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৩টি আসন থেকে অভিযোগ এসেছে কমিশনে। এখনও অনেক জেলা থেকে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।